নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রোববার (১৭ সেপ্টেম্বর) ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসাপতাল ময়মনসিংহের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মেডিকেল এসাসিয়েশন (বিএমএ)র ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া। প্রেসক্লাব নান্দাইলের আয়োজনে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত বিনামূল্যে ৬ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা দেয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. আমিনুল ইসলাম টিটু ও বিএনএসবির চীফ কনসাল্টেন্ট ডা. সাইফুল ইসলাম ভূইয়াসহ ২০ জন চক্ষু বিশেষজ্ঞ ওই দিন চিকিৎসা সেবা প্রদান করেন। বাছাইকৃত ৭৪ জনের মধ্যে ৫০ জন ছানি পড়া রোগীর বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তী ২২ সেপ্টেম্বর বাকি রোগীদের নিয়ে যাওয়া হবে বলে আয়োজকরা জানান। এসময় নান্দাইলের সাংবাদিকবৃন্দ এডভোকেট হাবিবুর রহমনা ফকির, প্রভাষক অরবিন্দ পাল অখিল, ফজলুল হক ভূইয়া, হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, শামস ই- তাবারীজ রায়হান, কামরুজ্জামান খান গেনু, রফিকুল ইসলাম রফিক, মোঃ আলআমিন, সাইফুল ইসলাম প্রমুখ দায়িত্ব পালন করেন।