নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের পালাহার নামক স্থানে একদল দুর্বৃত্ত অটো ছিনতাইয়ের জন্য অটো চালক উত্তর মুশুলী গ্রামের হাতেম আলীর পুত্র বাবু (১৭)কে জবাই করার চেষ্টা করে। এসময় বাবুর ডাক চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে জনতার হাতে ২ জন আটক হয় এবং অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছে ফেনী জেলার ছাইদুর রহমানের পুত্র যুবায়ের ও কিশোরগঞ্জ সদরের গাইটাল এলাকার রং মিস্ত্রী রফিকের পুত্র সাগর। গুরুতর আহত অটো চালক বাবুকে আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নান্দাইল মডেল থানা পুলিশ জনতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জনতার আটককৃত ২ জন দুর্বৃত্তকে নান্দাইল মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।