নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে ’ ও পুলিশ সপ্তাহ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে শুক্রবার সকালে পুলিশ সেবা সপ্তাহ’র এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে প্রধান অতিথি এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন পুলিশ সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল কদ্দুস এর সঞ্চালনায় ও মো. কামরুল ইসলাম মিঞার পরিচালনায় থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, এ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, মানবাধিকার সংগঠক ও সাংবাদিক এনামুল হক বাবুল, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীরপ্রতীক, নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মন্ডল, সোহরাব উদ্দিন সবুজ, ইঞ্জিনিয়ার শাহাজাহান, নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ, নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যগণ, গ্রাম পুলিশ, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র/ছাত্রী সহ আওয়ামীলীগ নেৃতৃবৃন্দ। সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদক নির্মূলের লক্ষ্যে সকলকে সচেতন সহ ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া এ সমস্ত সামাজিক অপরাধ নির্মূলে দ্রুত সহযোগীতা প্রদানে গ্রাম পুলিশের জন্য একটি করে বাই সাইকেল দেওয়ার দাবী উত্থাপান করেন গ্রাম পুলিশগণ।