নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি ও ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ এমদাদুল হক ভূইয়ার ব্যক্তিগত গাড়ী (প্রাইভেটকার) মঙ্গলবার ভোররাতে নান্দাইল সদর বাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক গাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এসময় গাড়ীর ড্রাইভার দ্রুত গাড়ীটি ড্রাইভ করে নান্দাইল পুলিশ স্টেশনে ঢুকিয়ে দেয়। এমদাদুল হক ভূইয়া জানান, সোমবার নান্দাইল পৌর ও কলেজ ছাত্রলীগের মাঝে মারামারির ঘটনা মীমাংসা করার জন্য সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের জাহাঙ্গীরপুর গ্রামের বাসভবনে সভা আহ্বান করেন। উভয় পক্ষের গোলযোগটি মীমাংসা করতে গভীর রাত হয়ে যায়। তিনি ও পৌর মেয়র পৃথক পৃথক দুটি গাড়ীতে এমপির বাড়ি থেকে নিজ নিজ বাড়ীতে যাবার পথে নান্দাইল সদরে ছাত্রলীগের একটি গ্রুপ তার গাড়ীতে হামলা চালিয়ে সামনের গ্লাস সহ পিছনের গ্লাস ভেঙ্গে দেয়। ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে না নিলে তাকে শারীরিক ভাবে হামলা করা হতো বলে তিনি জানান। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী জানান ভোররাতে উক্ত চেয়ারম্যানের ভাংচুরকৃত গাড়ী সহ থানায় ঢুকে বিষয়টি জানান। তবে তিনি কোন মামলা দায়ের করেননি। সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া জানান, বিষয়টি দ্রুত আপোষ ফায়সালা করা হবে।