রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘‘ জননেত্রী শেখ হাসিনার উদ্দ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) সিংরইল ইউনিয়নের কোনা ডাংগর গ্রামে ৮কি.মি. নতুন বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করেন।
জানাযায়, স্বাধীনতা সংগ্রামের পর এই প্রথম সিংরইল ইউনিয়নের কোনা ডাংগর গ্রামে ৪৫০ ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে ও তোফায়েল আহমেদ তুহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন ভুইয়া, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মনির উদ্দিন মজুমদার, নির্বাহী প্রকৌশলী কিশোরগঞ্জ অশিত কুমার ভৌমিক, নান্দাইল পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, নান্দাইল উপজেলা মহিলা লীগের আহাবায়িকা লুৎফুন্নাহার লাকী, সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছাইদুল ইসলাম, সিংরইল ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন কাঞ্চন, সিংরইল ইউপি সদস্য মোঃ হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
সিংরইল ইউনিয়নে বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় সংসদ সদস্য এমপি তুহিনের ব্যাপক প্রশংসা এবং আগামী ২০১৯ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তির জন্য দোয়া কামনা সহ পাশে থাকবেন বলে এলাকার সর্বস্তরের লোকজন আশ্বস্ত করেন।