নাজমুল সভাপতি, মেহেদি হাসান সম্পাদক

0
9

কুয়েতে চুয়াডাঙ্গা প্রবাসী যুব কল্যাণ সংস্থার কমিটি গঠন
নিউজ ডেস্ক:কুয়েতে চুয়াডাঙ্গা প্রবাসী যুব কল্যাণ সংস্থা নামের একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। কুয়েতে কর্মরত পাঁচ শতাধিক প্রবাসীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলার কুয়েত প্রবাসীদের নিয়ে কুয়েতের ফরেনিয়া শহরের ১ নম্বর গাতা এলাকায় অবস্থিত অফিসে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল আলীকে সভাপতি ও মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি তারিকউজ্জামান জনি, সহসম্পাদক রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাধারণ সম্পাদক আমান আলী লিটন, সাংগঠনিক সম্পাদক দিগন্ত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরীফ হেসেন, যুগ্ম সহসম্পাদক রকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচারবিষয়ক সহসম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মারুফ হোসেন, সহকোষাধ্যক্ষ শরীফ আলী, খাদ্য সম্পাদক আজিম আলী, খাদ্যবিষয়ক সহসম্পাদক নাজমুল ইসলাম শাহীন, পরিবহন সম্পাদক জালাল হোসেন, পরিবহনবিষয়ক সহসম্পাদক সোহাগ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জাফর আলী ও সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক চয়ন আলী।
কমিটির উদ্দেশ্য, ‘কুয়েত প্রবাসী যুব কল্যাণ সংস্থার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন অঞ্চলের গরিব ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো এবং হতদরিদ্র মানুষের সহায়তাকরণ। এ ছাড়া যে সব যুবক মাদকে আক্রান্ত হয়ে পড়ছে, তাদের চিকিৎসা ও বিভিন্ন দিক্নির্দেশনা প্রদান।