1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন ড. ইউনূস | Nilkontho
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শুক্রবার | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরের পর নির্বাচন কমিশন পুনর্গঠন প্রধান উপদেষ্টার সহকারী প্রেসসচিব হলেন দুই সাংবাদিক ১ অক্টোবর থেকে বিমানবন্দর এলাকা হর্নমুক্ত ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার দীঘিনালায় সংঘর্ষের পর অগ্নিসংযোগ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসান বন্ধে নতুন প্রস্তাব পাস ছাত্রদের ওপর হামলা, বিএসএমএমইউ চিকিৎসক নিপুন গ্রেপ্তার খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনে জয়ীদের নাম ঘোষণা বীরগঞ্জে কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত বীরগঞ্জে বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার বন্যা পরিস্থিতি নিয়ে মমতার ক্ষোভ ষাটগম্বুজ মসজিদ এলাকার শতাধিক গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক সাড়ে তিন হাজার অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা চাঁদাবাজ-দখলবাজ ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার, বিএনপি নেতার ঘোষণা গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসর ৬৫ বছর করার দাবির চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, শাহবাগ থানায় প্রশাসনের মামলা

নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন ড. ইউনূস

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়ার নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ আগস্ট) ভারতের নয়াদিল্লীতে ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় সংস্করণে’ ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আমন্ত্রণ জানান।

নরেন্দ্র মোদিকে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি আপনাকে শিগগিরই ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি। অন্যথায় আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন।

ঢাকার বেশিরভাগ অংশ বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে। তরুণ ছাত্র এবং ১২-১৩ বছর বয়সী শিশুরা এই ৪০০ বছরের পুরোনো শহরের দেয়ালে একটি নতুন গণতান্ত্রিক পরিবেশ-বান্ধব বাংলাদেশের ছবি আঁকছে। এর জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা নির্দেশনা নেই। কারো কাছ থেকে বাজেট সমর্থন নেই। এটি দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যগুলোর প্রতি তাদের আবেগ এবং অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র। তারা তাদের জন্য রং এবং ব্রাশ কিনতে দোকানদারদের কাছে যান। তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে। তারা যে বার্তাগুলো পেইন্ট করছে, তা যে কাউকে রোমাঞ্চিত করবে। তরুণরা কী স্বপ্ন দেখছে, তা যে কেউ পড়তে পারে। তাদের স্বপ্ন পূরণ করাই আমাদের কাজ। ’

তিনি আরও বলেন, ‘১৯৫২ সালে বাংলাদেশি ছাত্ররা তাদের মাতৃভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। এটি সারা বিশ্বে মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। প্রায় সাত দশক পরে আমাদের ছাত্র-নেতৃত্বাধীন দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার, মর্যাদা, সমতা এবং ভাগ করে নেওয়া সমৃদ্ধির জন্য তাদের আওয়াজ তুলতে বিশ্বব্যাপী দক্ষিণ জুড়ে তরুণদের অনুপ্রাণিত করছে। এই বিপ্লবে অংশ নিতে এবং তাদের স্বপ্নকে সত্যি করতে সাহায্য করার জন্য আমি সবচেয়ে বয়স্ক ‘তরুণ ব্যক্তি’ হিসেবে সম্মানিত। তাদের আপনাদের সবার সমর্থন প্রয়োজন। তাদের সার্বিক সাফল্য কামনা করছি। ’

সর্বশেষ ড. ইউনূস মোদিকে বলেন, ‘আপনার সঙ্গে আমার চিন্তা শেয়ার করার অনুমতি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ’

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বলেন, ‘গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও ছাত্র। আমাদের কৌশলগুলোর কেন্দ্রে তাদের রাখতে হবে। আমাদের জনসংখ্যার দুই তৃতীয়াংশ তরুণ। তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। তারা আলাদা। তারা একটি নতুন পৃথিবী তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা সক্ষম। তারা প্রযুক্তিগতভাবে আগের প্রজন্মের থেকে অনেক এগিয়ে। তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। তারা উদ্যোক্তা। অন্য কিছু পাওয়া যায় না বলে তারা চাকরি চাই, তবে এটা তারা উপভোগ করে না। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা চাকরির জন্য প্রস্তুত হওয়ার জন্য তৈরি। তারা সৃজনশীল ক্ষমতা ভুলে যায়। তবুও, সব মানুষ সৃজনশীল প্রাণী হিসাবে জন্মগ্রহণ করে। তারা প্রাকৃতিক উদ্যোক্তা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থা শুধু চাকরিপ্রার্থী তৈরি এবং তাদের জন্য চাকরি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমাদের সিস্টেমকে নতুন করে সাজাতে হবে। ’

তিনটি শূন্যের একটি বিশ্ব গঠনে গ্লোবাল সাউথের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টেকসই ভবিষ্যতের জন্য একটি শক্তিধর ‘গ্লোবাল সাউথ’ খুবই সময়োপযোগী ও উপযুক্ত। এ অঞ্চলের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশ্বব্যাপী দক্ষিণকে একসঙ্গে কাজ করতে হবে। ’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনটি শূন্য—শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ ঘনত্ব এবং শূন্য বেকারত্বের বিশ্ব গড়ার একটি দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা শুরু করতে পারি। সামাজিক ব্যবসার মধ্য দিয়ে আমরা সামাজিক এবং পরিবেশগত সমস্যা সমাধান করতে পারি। তিনটি শূন্যের একটি বিশ্ব গড়তে আমাদের পথ নির্ধারণ করতে পারি। সামাজিক ব্যবসার মধ্য দিয়ে পরিবেশগত এবং সামাজিক সমস্যা মোকাবেলায় গ্লোবাল সাউথের নেতাদের একসঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই। আমরা একসঙ্গে কাজ করলে এটি একটি বিশাল শক্তিতে পরিণত হতে পারে। ’

ওয়েবিনারে যুক্ত ভারতের প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমি এই ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় সংস্করণে’ যোগ দিতে পেরে আনন্দিত। আমি ১৫ আগস্ট পালিত হওয়া ৭৮তম স্বাধীনতা দিবসের জন্য ভারতের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। ভূ-রাজনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯-এর প্রভাবের কারণে বিশ্বের বিশেষ করে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ একটি জটিল জায়গায় দাঁড়িয়ে আছে। ’

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে, বাংলাদেশ গত ৫ আগস্ট একটি ‘দ্বিতীয় বিপ্লব’ প্রত্যক্ষ করেছে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের বীর ছাত্ররা একটি গণঅভ্যুত্থান করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট শপথ গ্রহণ করেছে। আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের চায়। তাদের আকাঙ্ক্ষা জনগণকে প্রভাবিত করেছে। তারা একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে এবং একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ’

তিনি বলেন, গ্লোবাল সাউথ সৃজনশীল তরুণ জনসংখ্যায় সমৃদ্ধ। সামাজিক ব্যবসার সঙ্গে উদ্যোক্তাকে একত্রিত করে অলৌকিক কিছু করা যেতে পারে। আমরা সামাজিক ব্যবসার মাধ্যমে আমাদের তরুণ জনসংখ্যার সৃজনশীলতা এবং শক্তি উন্মোচন করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী দক্ষিণে কিছু সাধারণ সুবিধার প্রস্তাব করতে চাই। ’

ড. ইউনূস বলেন, ‘আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা হলো, আমাদের আর্থিক ব্যবস্থা ও সম্পদ কেন্দ্রীকরণের  জন্য তৈরি করা হয়েছে। সম্পদ সবার ভাগাভাগি নিশ্চিত করার জন্য আমাদের আর্থিক ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। এটি সম্পদের জন্য একমুখী পথ হওয়া উচিত নয়। আমাদের অবশ্যই সব মানুষের, বিশেষ করে নারী ও যুবকদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি, কীভাবে এটি সফলভাবে করা যায়। অনেক দেশই এ ব্যাপারে নেতৃত্ব দিয়েছে। আমাদের আরও কিছু করতে হবে। অর্থ কখনোই কারও জন্য প্রাচীর হওয়া উচিত নয়। এটি উদ্যোক্তা এবং সৃজনশীলতা প্রকাশ করার জন্য ডিজাইন করা উচিত। দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা সমাধানের জন্য সামাজিক ব্যবসায় ব্যাংক গঠনে উৎসাহিত করা যেতে পারে। ’

তিনি বলেন, ‘বৃদ্ধ হওয়ার অর্থ এই নয় যে, আপনাকে অবসর নিতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত তারিখে মানুষের সৃজনশীলতা কখনোই থেমে থাকে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত থেমে থাকে না। আমরা একসঙ্গে কাজ করতে পারি, কীভাবে যতদিন তারা বেঁচে থাকে সমাজকে এগিয়ে নিতে পারে। ’

ড. ইউনূস বলেন, ‘খেলাধুলার শক্তিকে সামাজিক কাজে ব্যবহার করতে উৎসাহিত করে আসছি। আমি আনন্দিত যে, প্যারিস অলিম্পিক ২০২৪ এর দিকে মনোযোগ দিয়েছে। প্যারিস অলিম্পিক ২০২৪ এর সঙ্গে একসঙ্গে আমরা অলিম্পিকের একটি নতুন ধারণা তৈরি করেছি। সামাজিক ব্যবসা অলিম্পিক। প্যারিস অলিম্পিক একটি সামাজিক ব্যবসা অলিম্পিক হিসাবে ডিজাইন করা হয়েছিল। বৈশ্বিক দক্ষিণ হিসাবে, আমরা খেলাধুলার সামাজিক শক্তি উন্মোচন করতে একসঙ্গে কাজ করতে পারি। ’

তিনি বলেন, ‘আমাদের কাজ এখন আমাদের নির্বাচনি ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, মিডিয়া, অর্থনীতি এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার করা। ’

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৩৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১২:০১
  • ৪:২১
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৫২

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বু বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০