মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বোরহানপুর গ্রামে ২য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দিতে এলাকার একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে। এদিকে ওই শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতা শিশুর মা সামিরুন্নেসা এ প্রতিনিধিকে জানান, গত মঙ্গলবার দুপুরে একই গ্রামের চনু মিয়ার পুত্র সামায়ুন (১৪) তার শিশু কন্যা (৮) কে বিস্কুটের প্রলোভন দিয়ে গ্রামের একটি নির্জনস্থানে হাতপা বেধে ধর্ষণ করে। অনেক খোঁজাখুজির পর ওই শিশুকে গ্রামের পাশের একটি জঙ্গলে দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গতকাল বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে বলে জানান শিশুর মা। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি জানান, তার নিকট কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।