নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার ক্ষতি!

0
10

মেহেরপুর গাংনীতে ভয়াবহ অগ্নিকা-ে চারটি ঘর পুড়ে ছাই
নিউজ ডেস্ক:গাংনীর ভোলাডাঙ্গা গ্রামে অগ্নিকা-ে দুই গৃহকর্তার চারটি ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এতে নগদ টাকা ও মালামালসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগিরা। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ ঘটনাটি ঘটে। ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে গৃহকর্তা বটুলের বৈদ্যুতিক মিটারে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে তার ভাই মন্টুর বাড়িতে। মুহুর্তে দুইজনের চারটি ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গৃহকর্তা বটুল জানান, তার ঘরে তামাক বিক্রির নগদ দেড় লাখ টাকা ও সোনার গহনাসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। একইভাবে মন্টুর নগদ একলাখ টাকাসহ চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। বর্তমানে দুটি পরিবারের লোকজন খোলা আকাশের নীচে বসবাস করছে।