নকল গ্লুকোজসহ কারখানা মালিক আটক

0
11

দামুড়হুদার মোক্তারপুরে নকল গ্লুকোজ কারখানার সন্ধান
নিউজ ডেস্ক:দামুড়হুদার মুক্তারপুরে অভিযান চালিয়ে একটি নকল গ্লুকোজ কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল গ্লুকোজ ও গ্লুকোজ তৈরির অবৈধ মালামালসহ কারখানা মালিককে আটক করে পুলিশ। আটককৃত কারখানা মালিক মুক্তারপুর মোল্লাবাজার পাড়ার মৃত আব্দুল মন্ডলের ছেলে মফিজুর রহমান। গতকাল রোববার দুপুর আনুমানিক ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দামুড়হুদা মডেল থানা পুলিশ জানতে পারে, উপজেলার মুক্তারপুর মোল্লাবাজার এলাকায় একটি কারখানায় নকল গ্লুকোজ উৎপাদন হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওসি সুকুমার বিশ্বাসের নির্দেশে এসআই কামরুল হাসান, এসআই মেজবাহুর রহমান, এএসআই রমেন সরকার ও এএসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল গুক্লোজ ও অবৈধ মালামালসহ কারখানার মালিককে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সে দীর্ঘদীন যাবত পুলিশ চোখকে ফাঁকি দিয়ে নকল গুক্লোজ উৎপাদন করে আসছিল। আকটকৃত নকল গুক্লোজ ও কারখানার মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।