নীলকন্ঠ নিউজ ডেস্ক:
নওগা জেলাজুড়ে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ঈদের তৃতীয় দিন জেলার মান্দায় একজন, ঈদের দিন নিয়ামতপুরে একজন ও মহাদেবপুরে একজন এবং ঈদের আগের দিন পত্নীতলায় একজন ও বদলগাছীতে একজনের মৃত্যু হয়।
এছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের জলছত্র মোড়ে বাসের ধাক্কায় আয়েশা বেগম (৪৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত আয়েশা উপজেলার নাদাইল গ্রামের বাসিন্দা। এ সময় ৩ থেকে পাঁচজন আহত হয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ঈদুল আজহা উপলক্ষে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন নিহত আয়েশা বেগম।
সে জন্য সকাল ৭টার দিকে মান্দার ফেরিঘাট থেকে একটি ইজিবাইকে চড়ে ওই মহিলা বৃদ্ধাসহ কয়েকজন যাত্রী নওগাঁয় নওহাটার দিকে যাচ্ছিলেন।
ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বাস ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে বৃদ্ধা মহিলাসহ কয়েকজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।
পরে আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠিয়েছে। বৃদ্ধা মহিলার মৃত্যু নিশ্চিত করেন মান্দার থানার ওসি মোজাম্মেল হক কাজী।
ঈদের দিন সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হৃদয় (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে।
নিহত হৃদয় ওই ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে এবং মহাদেবপুর থেকে নিজ বাড়ি বদলগাছীতে আসার পথে মাহিব হাসান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
এ দিন বিকেল সাড়ে ৫টার দিকে মহাদেবপুর রঘুনাথপুর সড়কে পৌঁছামাত্র মাতাজি থেকে মহাদেবপুরগামী অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন তিনি। নিহত মাহিব হাসানের বাড়ি বদলগাছী সদরে এবং মাতাজি মেশিনারিজ এর স্বত্বাধিকারী এম জামান পিন্টুর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে মোটরসাইকেল পরিষ্কার করতে নিয়ামতপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন নিহত হৃদয়।
মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, নিহত হবিবর রহমান সাইকেল নিয়ে নজিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা মুরগিবাহী একটি ভটভটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নিহত আব্দুর রশিদ গরু বিক্রির জন্য আক্কেলপুর বাজারে যাওয়ার পথে কেসাইল চাওলাকালি বাজারে পৌঁছালে তুসবোঝাই একটি ভটভটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।