ধারালো অস্ত্রের কোপে স্কুলছাত্র রক্তাক্ত জখম!

0
9

চুয়াডাঙ্গা কেদারগঞ্জে রাতে নারী নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার কেদারগঞ্জে রাতে এক নারীকে কেন্দ্র করে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে পিয়াল (১৬) নামের এক স্কুলছাত্র রক্তাক্ত জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে কেদারগঞ্জ নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও কেদারগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে। এ ঘটনার পর শহরের উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফসহ নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল রাতে এক নারীকে কেন্দ্র করে এলাকার দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে প্রতিপক্ষের কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে স্কুলছাত্র পিয়ালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় পিয়ালকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, এ ঘটনায় থানায় কোনো মামলা ও অভিযোগ হয়নি। বিষয়টি উভয়পক্ষের উপস্থিতিতে মীমাংসা করা হবে বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘এলাকায় এক নারীকে নিয়ে আসাকে কেন্দ্র করে পিয়াল নামের এক স্কুলছাত্রকে কুপিয়েছে কিছু যুবক। এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। শুনেছি তারা নিজেরা মীমাংসা করছে। তবে আমরা অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছি।’