দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ সম্মাননায় পুলিশ সুপার মাহবুবুর রহমান

0
13

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আমার মধুর সম্পর্ক ছিল
নিউজ ডেস্ক:
‘আইনশৃঙ্খলার উন্নয়নে নিরবচ্ছিন্ন অবদানে’ চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএমকে (বার) বিশেষ সম্মাননা প্রদান করেছে দৈনিক সময়ের সমীকরণ। গতকাল বৃহস্পতিবার রাতে সময়ের সমীকরণ-এর প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় এক বক্তব্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনারা সবাই আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলেই যেকোনো কাজ খুব সহজভাবে সম্পন্ন করতে পেরেছি। সময়ের সমীকরণসহ জেলার সব সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আমার অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। যা আমি আজীবন মনে রাখব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব ন্যায়-নীতি ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।’