নিউজ ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে টানা দ্বিতীয়বারের মতো দেশসেরার স্বীকৃতি পাওয়ায় রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ র্যালি করেছেন। গতকাল কলেজ চত্বর থেকে এই আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান নেতৃত্ব দেন। এতে কলেজের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে গিয়েই শেষ হয়।
গত ৩ অক্টোবর দেশসেরা হিসেবে পদ্মাপাড়ের এই কলেজটির নাম ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই সময় কলেজ ছিল ছুটি। শনিবার কলেজ খুললে এই আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যক্ষ হবিবুর রহমান।
তিনি বলেন, রাজশাহী কলেজের ঐতিহ্য ও ইতিহাস বিশ্বব্যাপি সমাদৃত। আমাদের এ ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে। এ কারণে কলেজের প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে যত্নবান হতে হবে। দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।