নিউজ ডেস্ক:আলমডাঙ্গার দুর্লভপুর-পোলতাডাঙ্গা সড়কের পাশে গভীর গর্ত করে পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে করে হুমকির মুখে পড়েছে সরকারি এলজিইডি’র রাস্তা। রাস্তার পাশের গভীর পুকুর খনন করায় যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই পুকুর খনন করে মাটি বিক্রয় করা হচ্ছে ইটভাটায়। দুর্লভপুর পুলিশ ফাঁড়ির সন্নিকটে অবৈধভাবে পুকুর খনন করলেও প্রশাসনের দাবি, অভিযোগ না পেলে কিভাবে বন্ধ করতে পারি পুকুর খননের কাজ। স্থানীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের দুর্লভপুর-পোলতাডাঙ্গা গ্রামের মধ্যে আঁকাবাঁকা সরকারি রাস্তা। রাস্তার পাশের গভীর গর্ত করে গত কয়েক সপ্তাহ যাবত পুকুর খনন করা হচ্ছে। স্থানীয় লোকজন বাধা দিলে তারা অনুমতি নেয়া আছে বলে জানায়। পুকুরের গভীরতা প্রায় ২৫ ফুট। আর এই সড়কে প্রায় প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। যেকান সময় যানবাহন দুর্ঘটনার কবলে পড়তে পারে এই আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। পুকুরের মালিক হলো- দুর্লভপুর গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে সাদ্দাম, মৃত উম্বাদ আলীর ছেলে নুর আলী ও মৃত আবুল মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম। এ ব্যাপারে পুকুর মালিক সিরাজুল ইসলাম জানান, রাস্তার পাশে গভীর গর্তে পুকুর খনন করা অবশ্যই ঝুকিপূর্ণ। পাশাপাশি তিনটা পুকুর হচ্ছে বলে আমিও পুকুর খনন করছি। এই সকল মাটি গ্রামে ও ভাটায় বিক্রয় করা হচ্ছে।