দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক প্রশিক্ষণ মহড়া

0
11

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নিউজ ডেস্ক:‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলায় সর্বোত্তম উপায়’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গা:
‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলায় সর্বোত্তম উপায়’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কম্পাউন্ডে এক আলোচনা সভা ও প্রদর্শনী মহড়ার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক আব্দুস সালাম। আরও বক্তব্য দেন ভলেন্টিয়ার ফরহাদ হোসেন, রেড ক্রিসেন্টের উপ-যুব প্রধান বিপ্লব হোসেন, ব্র্যাকের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, ওজোপাডিকোর এসডি আহসান হাবীব ও স্টেশন অফিসার খালিদ হুসাইন। এর আগে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি প্যারেড সালাম গ্রহণ করেন। পরে অতিথিরা ফায়ার স্টেশন প্রাঙ্গণে অগ্নি নির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জামাদি প্রদর্শনী পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, আনসার ও ভিডিপি সদস্য, কমিউনিটি ভলান্টিয়ার, বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলায় সর্বোত্তম উপায়’ প্রতিপাদ্যে গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা ফায়ার স্টেশনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় অগ্নিকা-সহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা মহড়া প্রদর্শন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ মখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। ফায়ার সার্ভিসের লিডার আক্রাম আলীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন কর্মকর্তা মখলেছুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম মনিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, প্রেসক্লাব সহসভাপতি ও কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, ভাটা মালিক আলহাজ্ব আব্দুল খালেক, ডা. বোরহান উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুর রহমান, আশরাফ আলী, এমদাদুল হক, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান, খাইরুল ইসলাম প্রমুখ।
জীবননগর:
জীবননগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী।
মেহেরপুর:
মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর সদর উপজেলা আনসার কমান্ডার হুমায়ুন কবির, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন। এ ছাড়াও যান্ত্রিক র‌্যালি বের হয়।