দু’দেশের পারস্পারিক সম্পর্ক উন্নয়নেই এ আয়োজন

0
10

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ প্রীতি ফায়ারিং প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক:বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশ ‘বিজিবি’ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফ’ সদস্যদের অংশগ্রহণে ‘বিজিবি-বিএসএফ প্রীতি ফায়ারিং প্রতিযোগিতা-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র ফায়ারিং রেঞ্জে এ প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজিবি-বিএসএফ উভয় দল সমান সংখ্যক পয়েন্ট পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তবে স্বাগতিক বিজিবি রানারআপ ট্রফি গ্রহণের মাধ্যমে তাদের প্রতিপক্ষ বিএসএফ টিমকে বিশেষ সম্মান জানিয়ে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন। দলের পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ডেপুটি কমান্ড্যান্ট শ্রী অভিনাস কুমার।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, পিবিজিএম (বার), এনডিসি। এ সময় এক বক্তব্যে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার, অপরাধ দমন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে। সম্প্রতি বিজিবি ও বিএসএফ’র অংশগ্রহণে এরকম বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করেছি। এ প্রতিযোগিতার মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠার পাশাপাশি সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আমরা মনে করি।’
বিএসএফ’র ডেপুটি কমান্ড্যান্ট শ্রী অভিনাস কুমার তাঁর বক্তব্যে অনুভুতি প্রকাশ করে বলেন, ‘আমরা সত্যিই খুব আনন্দিত এমন একটি আয়োজনে সামিল হতে পেরে। খুবই সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিজিবি সদস্যদের সঙ্গে ফায়ারিং প্রতিযোগিতার কয়েকটি দিন বেশ উপভোগ্য ছিল। এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে দু’দেশের সম্পর্ক আরও উন্নত হবে।’
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আইনুল মোর্শেদ খান পাঠান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল বেনজীর আহমেদ, এএফডব্লিউসি, পিএসসি। এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান মৃধা।
আয়োজকরা জানান, গত ১৮ হতে ২১ মার্চ পর্যন্ত চুয়াডাঙ্গায় ‘বিজিবি-বিএসএফ প্রীতি ফায়ারিং প্রতিযোগিতা-২০১৯’র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার অংশগ্রহণের লক্ষ্যে গত ১৮ মার্চ ডেপুটি কমান্ড্যান্ট শ্রী অভিনাস কুমারের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নে আসে। বুধবার (২০ মার্চ) ৬’বিজিবি সদর দপ্তরে দিনব্যাপি ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, প্রতিযোগিতা উপলক্ষে আগত বিএসএফ সদস্যদেরকে ফায়ারিং প্রতিযোগিতায় অংশ গ্রহণের পাশাপাশি বাংলাদেশের কিছু দর্শনীয় স্থান তথা মেহেরপুরের মুজিবনগর, নীলকুঠি, দামুড়হুদার আটকবর, কুষ্টিয়ায় অবস্থিত বাউল স¤্রাট লালন শাহের মাজার ও কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহের বাড়ি পরিদর্শন করানো হয়।