গড়াইটুপি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের খাড়াগোদা বাজার ও গড়াইটুপি বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন পরিচালনায় সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বেশ কয়েকটা বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পেট্রোল বিক্রির অনুমতি ছাড়াই পেট্রোল বিক্রি করায় একই ইউনিয়নের খাড়াগোদা বাজারের গৌতম জুয়েলার্সকে ৩ হাজার টাকা ও গড়াইটুপি বাজারের খাইরুল মেশিনারীজেকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় তিনি বলেন, খোলা বাজারে পেট্রোল বিক্রির কোন অনুমতি নেই। পরবর্তীতে যদি এভাবে পেট্রোল বিক্রি করে তাহলে জরিমানার পাশাপাশি শাস্তি ভোগ করতে হবে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।