অনলাইন ডেক্স:
ভারতের দিল্লির স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি আগেভাগে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সে রাজ্যের কর্তৃপক্ষ। সম্প্রতি সেখানে তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে ৪৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
শহরের কর্মকর্তারা বলেছেন, তীব্র গরমের জন্য স্কুলগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে। গতকাল মঙ্গলবার হিন্দুস্তান টাইমস সরকারের এক আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের আগে ছুটি পাচ্ছে।
ভারতের আবহাওয়া ব্যুরো চলতি সপ্তাহে দিল্লিতে ‘তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি’ দেখা যাবে বলে সতর্ক করেছে। সোমবার দিল্লির নাজাফগড় শহরতলীতে ৪৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানের মতো রাজ্যগুলোর কর্তৃপক্ষও স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে ওই তথ্য।
ভারতে গ্রীষ্মকালীন তাপমাত্রা প্রতিবছর বাড়ছে। কয়েক বছরের বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘায়িত হচ্ছে। উচ্চ তাপের যে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব রয়েছে, তা নিয়েও সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সূত্র: গার্ডিয়ান