এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুরে বর্ণাঢ্যভাবে পালিত হলো জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৭। দিবসটি উপলক্ষ্যে ২ অক্টোবর সোমবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও বিসিক আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এসময় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন ডিডি-এলজি মোঃ ইমতিয়াজ হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ হাসনাত হোসেন, চেম্বারের পরিচালক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমূখ।