এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও পূনর্বাসন প্রকল্পের আওতায় বিনামূল্যে উপকার ভোগীদের (আদিবাসীদের) মাঝে ছাগল বিতরণ করেছে বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা (সিপিইউএস) সদর দিনাজপুর। ৩০ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিপিইউএস আয়োজিত ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ছাগল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরল উপজেলাা নির্বাহী অফিসার এ. বি. এম রওশন কবীর। বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. বজলুর রশিদ’র এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ১ নং আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান নোবেল, সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেন্দ্র কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইমদাদুল হক মিলন। সঞ্চালনায় ছিলেন মোঃ তমজিদুল ইসলাম। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানের হল রুমে একদিনের প্রশিক্ষন শেষে প্রত্যান্ত গ্রামাঞ্চলের ২২ জন উপকারভোগীদের (আদিবাসীদের) মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।