দামুড়হুদায় যুবককে কুপিয়ে জখম!

0
7

নিউজ ডেস্ক:দামুড়হুদায় চিচিঙ্গা ক্ষেতে ষাস কাটাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহত যুবক দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বড় মসজিদপাড়ার গোলাম হোসেনের ছেলে আমিরুল ইসলাম (৩২)।
জানা যায়, গতপরশু শনিবার আমিরুল ইসলাম একই এলাকার হান্নান মল্লিকের ছেলে মিল্টনসহ (৩৫) আরো দুই-একজন মিলে প্রতিবেশী আইয়ুব আলীর চিচিঙ্গা ক্ষেতে ঘাস কাটে। এ সময় কেউ একজন ঘাস কাটার সময় একটি চিচিঙ্গা গাছ কেটে ফেলে। রোববার দুপুরে মিল্টন চিচিঙ্গা ক্ষেত মালিক আইয়ুব আলীকে বলে আমিরুল ইসলাম তার ক্ষেতের চিচিঙ্গা গাছ কেটেছে। এ কথা আমিরুল ইসলামের কানে আসলে মিল্টনের সাথে আমিরুলের বাকবিতন্ডা বাধে। এরই একপর্যায়ে মিল্টনের হাতে থাকা কৃষি কাজে ব্যবহৃত একটি ধারালো কাচি দিয়ে আমিরুলের হাতে কোপ দিলে আমিরুল গুরুত্বর জখম হয়। আমিরুলের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে আমিরুলের জখম গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত আমিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।