দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৩

0
9

নিউজ ডেস্ক:দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার প্রতাবপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের মেমনগর গ্রামের খোরশেদ আলীর ছেলে ওয়াশীম আকরাম (২৪), একই উপজেলার প্রতাবপুর গ্রামের স্কুলপাড়ার রবিউল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন (২০) ও তাঁর স্বজন সাইম হোসেনের মেয়ে মেঘনা (১৪)।
জানা যায়, গতকাল সকালে মোটরসাইকেল নিয়ে মামার বাড়িতে বেড়াতে যান ওয়াশীম আকরাম। বিকেলে মামাতো বোন মেঘনা ও ভাবি সাবিনাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন ওয়াশীম। এলাকার প্রতাবপুর বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথের মধ্যে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়েন তাঁরা। এতে ওয়াশীমের বা পা গুরুতর জখম হয় ও মেঘনার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন এবং ওয়াশীম ও সাবিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওয়াশীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মেঘনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন। এদিকে, গতকাল রাতেই পরিবারের সদস্যরা তাঁদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। মেঘনার অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তাঁকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।