দামুড়হুদায় মাদক সেবনের দায়ে দুজনের জেল

0
10

নিউজ ডেস্ক:দামুড়হুদায় মাদক সেবন করার অপরাধে দুজনকে তিন মাসের জেল দিয়েছেন মোবাইল কোর্ট। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার চিৎলা গ্রামের দুখি সর্দারের ছেলে রিয়াজ উদ্দীন (৫০) ও একই গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে মাহাবুল (২৫)। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিম লিংকন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার চিৎলা নতুনপাড়ার মৃত দুখি সর্দারের ছেলে রিয়াজ উদ্দীন ও ফয়েজ উদ্দীনের ছেলে মাহাবুল গাঁজা সেবন করছেন, এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিম লিংকন ঘটনাস্থল ে থেকে দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাসের মাধ্যমে তাঁদের আটক করেন। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে গাঁজা সেবন ও গাঁজা রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে ২০১৮-এর ৩৬ (১) স্থানীয় ২১ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। পরে তাঁদের দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। আজ বৃস্পতিবার তাঁদের জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।