দামুড়হুদায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
8

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন পোতাপপুর গ্রামের আশাদুলের ছেলে শরিফুল ইসলাম (২৭) ও ফরিদপুর জেলার কোতয়ালি থানার শুভরামপুর গ্রামের মাধব কুমারের ছেলে শুসিন কুমার (১৮)। গতকাল রোববার বিকেল চারটার দিকে জয়রামপুর হাজি পাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কার্তিক কুমার বসু ফোর্স নিয়ে জয়রামপুর হাজি পাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় পোতাপপুর গ্রামের আশাদুলের ছেলে শরিফুল ইসলাম ও ফরিদপুর কোতয়ালি থানার শুভরামপুর গ্রামের মাধবকুমারের ছেলে শুসিন কুমারকে আটক করা হয়। পরে তাঁদের নিকট থাকা ব্যাগ তল্লাশি করে ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রয় আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।