দামুড়হুদায় দুর্বৃত্তের অস্ত্রের কোপে শিশু জখম

0
8

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে জুনায়েদ (৭) নামের এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত জুনায়েদ দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের বকুলের ছেলে। সে হেমায়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শে্িরণর ছাত্র। জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১টার দিকে হেমায়েতপুর ও চারুলিয়া গ্রামের মাঝামাঝি ব্রিজের কাছে একটি কুল গাছের নিচে জুনায়েদ কুল কুড়াতে যায়। এ সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। কিছুক্ষণ পরে তাকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে তার বাড়ি পৌঁছে দেয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতের পরিবারের সদস্যরা জানায়, শনিবার দুপুর ১টার দিকে জুনায়েদ একটি কুল গাছের নিচে কুল কুড়াতে যায়। পরে তার পরিবারের সদস্যরা তাকে জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছিল।

 Save as PDF