নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার উজিরপুরে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি উল্টে শিশুসহ সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে একটি সিএনজি যাত্রী নিয়ে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা আসছিল। পথের মধ্যে উজিরপুরে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিটি উল্টে যায়। এ ঘটনায় শিশুসহ সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা বিষ্ণুপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী সালমা (৩৫), দর্শনা রামনগর গ্রামের রবগুল মালিথার স্ত্রী জহুরা বেগম (৫০), দামুড়হুদা পুড়াপাড়ার জাহাঙ্গীর আলমের স্ত্রী রজনি (২৫), শিশু রবিন (২), জীবননগর হাসাদহ গ্রামের লালনের স্ত্রী হাসিনা (৪০), দর্শনা বাজার পাড়ার স্বপনের স্ত্রী সেলিনা (৩০) ও দর্শনা রামনগর গ্রামের আব্দুর রবের ছেলে হেলাল উদ্দীন (৩৫)।
এদিকে, একই দিন দর্শনা বাজারের ওপর মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে রিপন আলী (১৪) নামের এক কিশোর গুরুতর জখম হয়েছে। গতকাল বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত রিপন দর্শনা রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। জানা যায়, গতাকাল বেলা তিনটার দিকে মোটরসাইকেল মেকানিক রিপন গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে রাস্তায় উঠলে একটি পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রিপন রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিপনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখেন।