প্রায় ৩ লক্ষধিক টাকার বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার পৃথক অভিযানে এসকল চোরাচালান উদ্ধার করা হয়।
গত বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাস স্টেশন থেকে ৯ টি শাড়ি, ১৬টি থ্রীপিচ, ২টি শেরওয়ানী, ৩টি মেকসি, ৪টি প্যান্ট, ৪টি শার্ট, ৪ জোড়া জুতা, ৩৯০টি বিস্কুট, ৯০টি চকলেট এবং ২৪টি মেহেদী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
এদিকে, একইদিন বুধবার বেলা আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা শ্যামপুর পাঁকা রাস্তার উপর হতে ৫ টি শাড়ি, ২টি থ্রীপিচ, ১টি টুপিচ, ৩টি ওড়না, ১টি শেরওয়ানী, ৩টি প্যান্ট, ৬টি শার্ট, ২টি নাইটি, ২৮টি ব্রা, ২টি শাল, ৫ জোড়া জুতা এবং ৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার ৫শ’ ৫০ টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য ৩ লাখ ১৫ হাজার ৫শ’ ৫০ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।