নিউজ ডেস্ক:দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার জুড়ানপুর মোড়ে ও বেলা দুইটার দিকে কুড়ুলগাছির ধান্যঘরায় পৃথক দুটি দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র আলিফ হোসেন (৭) ও আব্দুল হাকিম (৪০) নামের দুজন নিহত হয়। নিহত মাদ্রাসাছাত্র আলিফ হোসেন দামুড়হুদার চিৎলা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও চিৎলা দারুল আরকাম নুরানী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র এবং নিহত আব্দুল হাকিম দামুড়হুদার ধান্যঘরা গ্রামের নরু ফারাজির ছেলে।
জানা যায়, সোমবার সকালে মাদ্রাসার পোশাক পরে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় আলিফ। মাদ্রাসার কাছাকাছি জুড়ানপুর মোড়ে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই আলিফের মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা আলিফকে দ্রুত উদ্ধার করে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা শারমিন লাইলা পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে, একই দিন কৃষি কাজ শেষে করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল হাকিম। পথের মধ্যে ধান্যঘরা পৌঁছালে কার্পাডাঙ্গার থেকে আসা মেসার্স নিউ বোস ভাটার ইটভর্তি পাওয়ারট্রিলার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাওয়ারট্রিলারটি আটক করে। তবে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ধান্যঘরায় সড়ক দুর্ঘটনায় হাকিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা। তবে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।