বাকবিত-া : প্রতিপক্ষের হেঁসোর কোপে আহত-৪
নিউজ ডেস্ক:দামুড়হুদার কোমরপুরে গরু দিয়ে কুমড়োর ক্ষেত বিনষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে ফসল ক্ষেতমালিক সুমনকে (৩২) ধারালো হেঁসো দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ জাহিদুল (৩০) ও ছালাউদ্দীন ওরফে ছালা (৪৫)। তার মাথায় ৭ টি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ক্ষেতমালিক সুমনের মা, স্ত্রীসহ শিশুপুত্র। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে) ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোমরপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কোমরপুর পশ্চিমপাড়ার জাহাঙ্গীর মোল্লার ছেলে সুমন মোক্তারপুর নলগাড়ী মাঠে কুমড়োর আবাদ করেছেন। গতকাল বুধবার দুপুরে কোমরপুর মক্তবপাড়ার ফরজ আলীর ছেলে জাহিদুল ওই মাঠে গরু চরাতে যায়। জাহিদুল ৭-৮ টি গরু তার কুমড়োর ক্ষেতে ছেড়ে দিয়ে ক্ষেত খাওয়ানোর পাশাপাশি ক্ষেত বিনষ্ট করছিল। এসময় ফসল ক্ষেতমালিক সুমন ঠিক পেয়ে ক্ষেত থেকে গরু বের করতে বলে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে মাঠে থাকা লোকজন জাহিদুলকে বকাঝকা করে এবং বিষয়টি মিটিয়ে দেয়। এ অপমান মেনে নিতে পারেনি জাহিদুল। বাড়ি এসে রাগে ফুঁসে ওঠে সে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহিদুল ও প্রতিবেশী সবদুলের ছেলে ছালা ধারালো হেঁসো নিয়ে সুমনের বাড়ির অদুরে ওঁৎপেতে থাকে। এ সময় সুমন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে জাহিদুল ধারালো হেঁসো দিয়ে সুমনের মাথায় কোপ মারে। দারালো হেঁসোর কোপে সুমন মাটিয়ে লুটিয়ে পড়ে। তার চিৎকার চেঁচামেচিতে মা খোদেজা খাতুন (৫৫) এবং স্ত্রী নাসরিন খাতুন (২৫) সুমনকে ঠেকাতে এলে তাদেরকেও এলোপাতাড়ি মারধর করা হয়। সুমনের মায়ের নাকে ও পীঠে এবং স্ত্রী নাসরিনের ডানহাতে গুরুতর আঘাত লাগে। এ সময় মায়ের কোলে থাকা শিশুপুত্র সিফাতও আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। ওই ঘটনায় আহত সুমনের মামা মোখলেছুর রহমান মুকুল বাদী হয়ে রাতেই জাহিদুল ও ছালার নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।