দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরায় বড় ভাইয়ের মরদেহ দেখতে এসে হৃদরোগে রুফসোন (৫৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের কৃষক আরজুল্লাহ বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বাদ আসর ধান্যঘরা গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে আসেন তার ছোট বোন রুফসোন। বেলা দুইটার দিকে ভাই আব্দুল্লাহর মৃত মুখ দেখার সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন তিনি। এসময় পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্য হয়। রুফসোন কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মিজানুর কল্যার স্ত্রী। ভাই-বোনের এমন মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।