দলকে তৃণমূল থেকে পূনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত

0
13

মেহেরপুরে বিএনপি’র জেলা নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সভা
নিউজ ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেহেরপুর জেলা নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক, আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি, এম এ কে খায়রুল বাশারসহ সম্পাদক মন্ডলীর ২৭ জন নেতৃবৃন্দ। সভায় বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও গণতন্ত্র পূনরুদ্ধান সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে দলকে তৃণমুল পর্যায় থেকে পূনর্গঠনে সিদ্ধান্ত গৃহিত হয়।