দর্শনায় ১০ লিটার মদসহ আলমুছ আটক

0
7

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ লিটার মদসহ একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি উপজেলার উজলপুর গ্রামের ছাদ আলীর ছেলে আলমুছ (৪৫)। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীন ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে উজলপুর গ্রামের ছাদ আলীর ছেলে আলমুছকে আটক করেন তিনি। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ৪টি প্লাস্টিকের বোতল থেকে ১০ লিটার মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।