নিউজ ডেস্ক:র্শনায় থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদরের ফায়ার সার্ভিস এলাকার বাসিন্দা শ্রী অনিল কুমার বিশ্বাস (৬৮) ও তাঁর স্ত্রী সন্ধ্যা রানী (৬০)। গতকাল শনিবার সকাল নয়টার দিকে দর্শনা সামসুল ইসলাম জয়নগর স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকালের দিকে ভারত থেকে গেদে-দর্শনা জয়নগর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ঝিনাইদহ সদর ফায়ার সার্ভিসপাড়ার মৃত মধূসুদন বিশ্বাসের ছেলে শ্রী অনিল কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী সন্ধ্যা রানী। তাঁরা ইমিগ্রেশন কাস্টমসের সব প্রয়োজনীয় কাগজপত্রের কার্যক্রম শেষে নিজ বাড়ি ঝিনাইদহের উদ্দেশে দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছানোর জন্য পাখিভ্যানযোগে রওনা হন। পথের মধ্যে দর্শনা সামসুল ইসলাম স্থলবন্দর সড়কের আকন্দবাড়িয়া ছুটি ফ্যাক্টরির নিকট পৌঁছালে দর্শনা অভিমুখ হতে জয়নগর চেকপোস্টের দিকে যাওয়া একটি থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারের ধাক্কায় পাখিভ্যানের যাত্রী শ্রী অনিল কুমার বিশ্বাস (৬৮) ও স্ত্রী সন্ধ্যা রানী (৬০) গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক জানান, আহত সন্ধ্যা রানী ডান পায়ে এবং শ্রী অনিল কুমার বিশ্বাস বুকে ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।