দর্শনায় সুমন আটক : ফেনসিডিল উদ্ধার

0
12

নিউজ ডেস্ক:1দর্শনা কেরুজ আনোয়ারপুরের সুমন (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সেলিমের নের্তৃত্বে এসআই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শনিবার বিকাল ৫টার দিকে মাদক বিরোধী অভিযান চালায় কেরুজ ফুলতলা স্কুলসড়কে। এসময় তথ্য অনুযায়ী কেরুজ ফুলতলা সংলগ্ন পুরাতন উচ্চ বিদ্যালয় সড়ক হতে ৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সুমন নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী দর্শনা পৌর এলাকার আনোয়ারপুরের বিল্লাল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর দখল হতে উদ্ধারকৃত ফেনসিডিলের মধ্যে ২ বোতল খালি ও ২ বোতল ভর্তি বলে জানায় পুলিশ।