দর্শনায় ইয়াবাসহ শান্তিপাড়ার বাচ্চু আটক

0
12

নিউজ ডেস্ক:দর্শনা শান্তিপাড়া থেকে বাচ্চু (৫০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত বাচ্চু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার গাফফার আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামড়হুদা থানার এসআই মিল্টন সরকার সঙ্গীয় ফোর্সসহ নিয়ে দর্শনা শান্তিপাড়ায় মাদকব্যবসায়ী বাচ্চু’র বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়ন ঘরের খাটের উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবেলটসহ বাচ্চুকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করে।