দর্শনা পৌর যুবলীগের সম্পাদকসহ ৩ জন বহিষ্কার!

0
8

নিউজ ডেস্ক:দর্শনায় যুবলীগের কর্মী পল্টুকে হত্যা ও চোরাকারবারির অভিযোগের ভিত্তিতে দর্শনা পৌর যুবলীগের তিন নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা যুবলীগের প্যাডে ২৮-০৮-২০১৯ তারিখ উল্লেখ করে পত্রিকার অফিসিয়াল ই-মেইলে পাঠানো চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে জানতে জেলা যুবলীগের দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থায়ীভাবে বহিষ্কার হওয়া নেতা-কর্মীরা দর্শনা মোবারকপাড়ার আলী হোসেনের ছেলে পৌর যুবলীগের সহসভাপতি আব্দুল মান্নান, কবির খালাশীর ছেলে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আসলাম আলী তোতা ও দর্শনা পুরাতন বাজার পাড়ার মৃত জিয়াউল হকের ছেলে পৌর যুবলীগের কর্মী দিপু রেজা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কার্যকরী সংসদের সভায় তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও ই-মেইলে প্রেরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।