দক্ষ ও যোগ্যতাসম্পন্ন নারী নেতাদের তালিকা হস্তান্তর

0
11

মেহেরপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক গোলটেবিলে আ.লীগ-বিএনপি নেতারা
নিউজ ডেস্ক:মেহেরপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করতে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এক গোলটেবিল বৈঠকে মিলিত হন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের আওতায় গোলটেবিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বসিরা পলি, মেহেরপুর সদর যুব মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, মুজিবনগর যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, পৌর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহম্মদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি রোমান আহমেদ রুমা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা খাতুন, সদস্য নাজমা আক্তার, খালেদা ইয়াসমিন, রশিদা বেগম, রিনা আক্তার, সাদিয়া বেগম, মৌসুমী আক্তার প্রমুখ।
গোলটেবিল বৈঠকে দলের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন নারী নেতাদের তালিকা দলের স্থানীয় পর্যায়ের জেষ্ঠ্য নেতাদের কাছে হস্তান্তর করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পলিটিক্যাল ফেলো হিসেবে উপস্থিত ছিলেন এ কে আজাদ সাগর, মিজানুর রহমান হিরন ও সাহনেওয়াজ সোহান। গোলটেবিল বৈঠকের সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের খুলনা বিভাগীয় রিজিওনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়া।