নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার তেঘরীতে ৩৯ লক্ষ ২২ হাজার ৯০৪ টাকা বাজেটে তৈরি রাস্তা মাত্র দুই মাসের মাথায় ফাটল দেখা দিয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় শতাধিক ফাঁটল দেখে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।
জানা যায়, ২০১৮ সালের ১১ নভেম্বর চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর তিতুদহ ইউনিয়নের তেঘরী গ্রামের তেঘরী মোড় থেকে তেঘরী স্কুলপাড়া ৬০০ মিটার রাস্তার পাঁকাকরণের জন্য উদ্বোধন করেন। এর দুই মাসের মধ্যে রাস্তা পাকাকরণের কাজ শেষ হয়। কিন্তু রাস্তার কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে রাস্তায় ফাটল ধরলে নানা প্রশ্নের জন্ম দেয়। অনেকে বলেন ঠিকাদার কাজে ফাঁকি দিয়েছেন। আবার অনেকে বলছেন রাস্তার বাজেটের টাকায় দুর্নীতি করা হয়েছে, যার ফলে মান সম্মাত কাজ হয়নি। এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।