তফসিল ঘোষণা : দেশের ১১ উপজেলা ও ২৪৪ ইউপিতে ভোট গ্রহণ আগামী ২০ অক্টোবর

0
29

আলমডাঙ্গার ডাউকীতে ইউপি চেয়ারম্যান ও খাদিমপুরের ৪ নম্বর ওয়ার্ডে হবে উপনির্বাচন
নিউজ ডেস্ক:আগামী ২০ অক্টোবর দেশের ১১টি উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। করোনার কারণে কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে। গত সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি তফসিল চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর।
এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নেই শুধুমাত্র ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে। এ ছাড়া একই দিন মৃত্যুজনিত কারণে আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং খাদিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের ১০টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি, পাবনার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুরা ও মন্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, লোহাগড়া উপজেলার আমিরাবাদ, লোহাগড়া ও আধুনগর। আর এই ১০টি ইউনিয়ন ছাড়া বাকি ২৩৪টি ইউনিয়ন পরিষদে শূন্য হওয়া ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সারা দেশের ১১টি উপজেলার মধ্যে কুমিল্লার দাউদকান্দিতে শুধু সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি ১০টিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদ শূন্য থাকায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যে ১০টি উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলোর মধ্যে আটটিতেই চেয়ারম্যান পদে ভোট হবে। উপজেলাগুলো হচ্ছে- যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালগঞ্জ, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নওগাঁর মান্দা। দিনাজপুর সদর ও কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।
অপর দিকে, একই দিন দেশের ১৫টি জেলা পরিষদের ১৬টি ওয়ার্ডে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। জেলা পরিষদের ভোট সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলবে।