চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ
নিউজ ডেস্ক: অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখা। গতকাল রবিবার সকাল ১১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ রাষ্ট্রপতি বরাবরা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে তাদের দাবি সমূহ তুলে ধরেন।
এদিকে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলনের নেতাকর্মিরা। চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বর চৌরাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসানুজ্জামান সজীব, জেলা সেক্রেটারী জিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুহা. ইমরান হোসেন, শ্রমিক নেতা শেখ পিয়ার মুহাম্মদ প্রমূখ।
সমাবেশে বক্তারা- আগামী একাদশতম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বর্তমান সরকারের অধীনে গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব নয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা রোকনুজ্জামান।
মেহেরপুর অফিস জানিয়েছে, অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আদম আলী জেলা প্রশাসক আতাউল গনির হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-মহাসচিব আব্দুল কাদের, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল গাফ্ফার, গাংনী উপজেলা সভাপতি হুজতারল ইসলাম, সহ-সম্পাদক রেদওয়ানুল প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।