ডাকবাংলায় চুরি : সিসি ক্যামেরায় চোর সনাক্ত!

0
7

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। কোনভাবেই রোধ করা যাচ্ছে না এ চুরির ঘটনা। গত রোববার দিনগত রাত ১টার দিকে ডাকবাংলা মুকুল গোল্ড ইলেকট্রনিক দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকান থেকে ৭টি মোবাইল, ৮৫পিস মেমোরী কার্ডসহ নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায় চোর। দোকানে সম্প্রতি লাগানো ছিলো ৩টি সিসি ক্যামারা। চোর দোকানে ঢুকেই দুটি ক্যামেরা নষ্ট করে দেয়। কিন্তু তাদের অজান্তে থেকে যায় একটি সিসি ক্যামেরা। দীর্ঘ সময় চুরি অভিযানের প্রায় সবটুকুই দেখা মেলে ক্যামেরায়। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে পরিচয় মেলে ওই চোরের। নাম শাকিল, হরিণাকু-ু উপজেলার গোবরাপাড়া গ্রামের রফির ছেলে। বর্তমানে সে মেম্বর আব্দুল রহিমের হেফাজতে আছে বলে জানা যায়। চুরি হওয়া মোবাইল, টাকা, মেমোরী কার্ডসহ চুরিকৃত মালামাল উদ্ধারে তৎপরতা চলছে।
ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ জানান, গোবরাপাড়া গ্রামের মেম্বর আব্দুল রহিমের হেফাজতে রয়েছে চোর শাকিল।
এদিকে, ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল জানান, চোর সনাক্ত হয়েছে, মেম্বর দায়িত্ব নিয়েছে, বিচার দ্রুত হবে।