বন্যা পরবর্তী রোগের চিকিৎসায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষধ প্রদান করে ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন (টিসিএফ)।
সোমবার কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উচ্চ বিদ্যালয় উক্ত কার্যক্রমে প্রায় ৭০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ প্রদান করে। উক্ত মেডিকেল ক্যাম্প এ ৬ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
টিসিএফ এর সেক্রেটারি জেনারেল সাজ্জাদ হোসেন জানান, বন্যা পরবর্তী রোগের চিকিৎসায় এটি ফাউন্ডেশন এর দ্বিতীয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
অতীতেও টিসিএফ বন্যাসহ বিভিন্ন দুর্যোগে অনুরূপ কার্যক্রম পরিচালনা করেছে।
টিসিএফ এর প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম মিলন জানান, বন্যা পরবর্তী নানান চ্যালেঞ্জ রয়েছে। এসকল চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন সংগঠন, সামর্থ্য বান ব্যক্তিদেরকে নিজ নিজ অবস্থান হতে এগিয়ে আসতে হবে।
মেডিকেল টিমে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মো. বদরুল আলম এবং ময়নামতি মেডিকেল কলেজের ডা. মো. শাহজালাল, ডা. দোলন দেবনাথ, ডা. মফিজুর রহমান, ডা. তানজিল আবেদিন চৈতী, ডা. ইমরাতুল জান্নাত মুমু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, টিসিএফ এর প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান প্রমুখ।