নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই বিতর্ক আর সমালোচনায় জর্জরিত প্রেসিডেন্ট ট্রাম্প। আর তারই ধারাবাহিকতায় এবার ঋণের দায়ে সংবাদ শিরোনামে তিনি। ফাঁস হয়ে গেছে তাঁর ব্যক্তিগত ঋণের তথ্য।
সরকারি তথ্য অনুযায়ী জানা গেছে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সূত্র থেকে ট্রাম্পের ঋণের দায় এখন প্রায় ৩২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই হাজার কোটি টাকা।
এছাড়া সরকারি ওয়েবসাইটে ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, জার্মানির ডয়েচে ব্যাংক এজির একটি ইউনিট ডয়েচে ব্যাংক ট্রাস্ট কোম্পানি অ্যামেরিকাস থেকে ট্রাম্প ঋণ নিয়েছেন ১৩ কোটি ডলার। পাশাপাশি আবাসন খাতের বাণিজ্যিক ঋণদাতা প্রতিষ্ঠান লাড্ডার ক্যাপিটালের লস অ্যাঞ্জেলেস ও ফ্লোরিডা শাখা থেকে ১১ কোটি ডলার ঋণ নিয়েছেন ট্রাম্প।
এদিকে ফাঁস হওয়া তথ্যের বিষয়ে খুব একটা চিন্তিত নয় হোয়াইট হাউস। এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প তাঁর ব্যক্তিগত আর্থিক বিবরণী প্রকাশের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।
সূত্র: রয়টার্স