ট্রাক চাপায় কৃষক নিহত : চালক আটক

0
10

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে গাংনী পূর্ব মালসাদহ-বারাদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিকুর হাড়িয়াদহ গ্রামের মৃত আবুল শেখের ছেলে। এ ঘটনায় জহুরুল ইসলাম (৪০) নামের ওই ট্রাক চালককে আটক করেছে পুলিশ। আটক জহুরুল একই উপজেলার ঢেপা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গ্রামের সড়ক দিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন কৃষক সিদ্দিক। এসময় গাংনী থেকে বারাদি অভিমুখে দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কৃষককে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষকের।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম জানান, গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। ট্রাকের নং কুষ্টিয়া ট-১১-২৭৮৫। এঘটনায় ট্রাকের চালক জহুরুল হককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।