জিয়াবুল হক , টেকনাফ: টেকনাফের শীর্ষ ইয়াবা গডফাদার জামাল মেম্বারকে আটকের জের ধরে টেকনাফ মডেল থানা অবরোধের চেষ্টা চালায় শতাধিক নারী ও পুরুষ। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে ইয়াবা গডফাডারকে ছাড়িয়ে নিতে এ ধরনের অবরোধে কারা উৎসাহ যুগিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
গতকাল ২৯ জুলাই শনিবার সাড়ে ১০ টার দিকে হ্নীলা এলাকা থেকে কয়েকটি গাড়ী যোগে টেকনাফ থানার সামনে এসে ইয়াবা গডফাদার জামাল মেম্বারের মুক্তির দাবী করে। প্রায় এক ঘন্টা ধরে থানার প্রধান ফটকে অবস্থান নিয়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল চাইলাউ প্রু মারমার নেতৃত্বে থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান, (অপারেশন) শফিউল আজমের নেতৃতে নারী পুলিশসহ একটি টিম ধাওয়া করে অবরোধকারীদের চত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
গত ২৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করে। এ খবরে ইউপি সদস্য জামাল হোসেনের ছেলে শাহজালাল এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে ত্রাস সৃষ্টির চেষ্টা চালায় বলে জানা গেছে। তবে ইউপি সদস্য জামাল মেম্বারকে নিয়ে পুলিশ রাতে অভিযানে নামে। এ পর্যায়ে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী নিজ বাড়ী থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড তাজা কার্তুজ ও ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর জের ধরে গতকাল সকালে জামাল মেম্বারের সমর্থক নারী, পুরুষ শিশুরা থানার ফটক অবরোদ্ধ করে রাখে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান, টেকনাফের আলোচিত ইয়াবা গডফাদার জামাল মেম্বারকে আটকের পর তার স্বীকারোক্তীতে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা করা হয়। এছাড়াও থানায় বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। তার পরিবারের বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টির ব্যাপক অভিযোগও রয়েছে বলে জানায়।
উল্লেখ্য যে, গত বছরের ১৮ জুলাই টেকনাফের হ্নীলা রঙ্গিখালী নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ কক্সবাজার আদালতে প্রেরন করেছিল। এর কিছুদিন যেতে না যেতেই আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়।
এদিকে ইয়াবার বিরুদ্ধে সরকার নতুন আইন করতে যাচ্ছে। এতে চুনিপুটিরা পড়ার আশংকা থাকলেও গডফাদাররা ধরা ছোয়ার বাহিরে থেকে যাবে। এ সব ইয়াবা গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসার দাবী করছেন সচেতন মহল।