হাবিবুল ইসলাম হাবিব , টেকনাফ : টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৭৫ লক্ষ টাকা মূল্যমানের ২৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
বিজিবি সুত্রে জানা যায়, গত ১ এপ্রিল সন্ধ্যা ৬টারদিকে টেকনাফ ইউনিয়নের নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার সৈয়দ এনায়েত আলীর নেতৃত্বে ২ বিজিবি সদস্যরা সাবরাং ইউনিয়নের পুরান পাড়া দিয়ে ইয়াবার বড় চালান আসার সংবাদ পেয়ে একটি বিশেষ টহলদল নিয়ে ঘটনাস্থলে গেলে। পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ পেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল থেকে ব্যাগটি তল্লাশী করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একই টহল দল আবারো গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের শিলবনিয়াপাড়া এলাকায় রাত ৭ টার দিকে একজন লোক একটি ব্যাগ নিয়ে আসার সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৪৫ লক্ষ টাকা মূল্যমানের ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথকভাবে উদ্ধার ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।