টেকনাফে আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

0
12

জিয়াবুল হক:

কক্সবাজারের টেকনাফে আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবী ৩০০ সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে টেকনাফের উপজেলা কার্য্যালয় ও হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে ত্রান গুলো বিতরন করেন। উক্ত ত্রান বিতরণে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাইফুদ্দিন। সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,‘করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের বিত্তিতে সচেতনতা কার্য্যক্রমে অংশ নিয়ে আনসার-ভিডিপি সদস্যরা সারা দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে চলেছে। এসব সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে আনসার-ভিডিপি মহাপরিচালকের তত্বাবধানে সারা দেশের প্রতি উপজেলায় ৩’শ পরিবারের মধ্যে মোট ৪৯২ টি উপজেলায় এ ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজারের ৮ টি উপজেলার দু’হাজার ৪’শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।’
এসময় অন্যান্যদের মদ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার সদর ব্যাটলিয়ন আনসার (৩৯) সার্কেল এডজুট্যান্ট মোঃ আলমগীর হোছাইন, টেকনাফ উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্লাম্যাছা, উপজেলা আনসার ও ভিডিপির ইন্সট্রেক্টর মোঃ আমান উল্লাহ, উপজেলা কোম্পানি কমান্ডার বিশিষ্ট সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, হ্নীলা ইউনিয়ন কমান্ডার মোহাম্মদ সেলিম, দলনেত্রী আয়েশা খানম, রুনা লায়লা, প্লাটুন কমান্ডার নুর আহম্দ, সহকারী প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন দলনেতা ও নেত্রী বৃন্দ।