ঝিনাইদহ সংবাদদাতাঃ কালীগঞ্জে উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগান এলাকায় সড়কে গাছ ফেলে গণডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় আহত হন দুই শ্রমিক। আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আতিয়ার ও একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে ফারুক হোসেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা ৮-৯টি ট্রাক ও নসিমনে ডাকাতি করে। আহত আতিয়ার রহমান জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে একটি নসিমনযোগে তারা দশজন যশোর সেনানিবাস এলাকায় থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগান মাঠের মধ্যে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। এ সময় ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে। তিনি আরো জানান, ডাকাতরা ওই স্থানে ৮-৯টি ট্রাকে ডাকাতি করে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতের হামলায় দুইজন আহত হয়েছেন।