ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘যে রক্ত দিয়ে অর্জণ করেছি স্বাধীনতা, সেই রক্ত দিয়ে আদায় হবে বাস্তবতা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ হয়ে পদ্মা সেতু পর্যন্ত রেল লাইনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজারে এ কর্মসূচী পালন করে ‘আমরা ঝিনাইদহের সন্তান’ নামের একটি সংগঠন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ভাষা সৈনিক নন্দদুলাল সাহা, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলম, রেল আব্দুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রেল আন্দোলনের সদস্য মোস্তাক আহম্মেদ, আশরাফুল আলম, তারেক মাহমুদ জয়, হুমায়ুন কবির হিমু, নজরুল বয়াতি, বিএম আনোয়ার হোসেন। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন সালাম আর্টের স্বত্তাধীকারি আব্দুস সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন নাট্য শিল্পী গোলক জোয়ার্দ্দার। বক্তারা, পদ্মাসেতু থেকে ঝিনাইদহের উপর দিয়ে মেহেরপুর বা যশোরে রেল লাইন সংযোগের জন্য সরকারের কাছে দাবি জানান। মানববন্ধনের আগে ৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।